করোনা ভাইরাস (Covid’19) মোকাবেলায় সহযোগিতার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক প্রস্তুতকৃত ২০০ (দুইশত) বোতল হ্যান্ড স্যানিটাইজার বিসিএসআইআর-এর চেয়ারম্যান মহোদয়ের পক্ষে সদস্য (অর্থ ও প্রশাসন) জনাব মুহাম্মদ শওকত আলী অদ্য ২৬ এপ্রিল ২০২০ তারিখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে হস্তান্তর করেন। জনাব তপন কুমার বিশ্বাস (যুগ্ম সচিব, পার), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী গ্রহণ করেন।